ব্রেকিং নিউজ

বীজপুর থানার তৎপরতায় বাড়ীতে ফিরলো আসামের এক নাবালক

ছয় মাস অগে বাড়ী থেকে বেরিয়ে ছিল কজের জন্য প্রজ্জল । প্রথমে বাড়ী থেকে বেরিয়ে শিলিগুড়িতে এসে কাজ করত প্রজ্জল সেই খানে পরিচয় এক লরি চালক এর সাথে বেশী টাকার প্রলোভন দেখিয়ে নিয়ে চলে অসে কলকাতায়।সেখানে ছয়  মাস ধরে কাজ করে  লরি চালকের খালাসি হয়ে। প্রত্যেক  মাসের   মাইনে হলেও নিত না প্রজ্জল বরং টাকা জমিয়ে রাখত সে ওই লরি চালকের  কাছে কিন্তু ২৭ তারিখ দুপুর ২,৩০ নাগাদ কাঁপা বীজনার  কাছে টহল দিতে গিয়ে দেখতে পারে রাস্তায় পরে থাকা এক  অচৈতন্য নাবালককে। কর্তব্যরত পুলিশ অফিসার মিঠুন পাল তাকে উদ্ধার করে বীজপুর থানায় নিয়ে এসে তার নাম জানতে চাইলে। প্রজ্জল জানায় সে আসামের বাসিন্দা ,তাকে এক লরি চালক বেধড়ক মারধোর করে লরি থেকে রাস্তায় নামিয়ে দিয়ে পালিয়ে যায়। যদিও সেই লরি চালকের নাম ঠিকানা কিছুই জানে না সে । পরবর্তী সময়ে খবর দেওয়া হয় তার     আসামের বাড়িতে। বাবা শম্ভুনাথ সরকার ছেলেকে পেয়ে ভীষণ খুশী। 

No comments