সুন্দরবনের দুর্গত মানুষের জন্য মানবিক উদ্যোগ
সাতদিনের সমাচার : ভয়াবহ আমফান ঘূর্ণিঝড়ের পর এখনও পর্যন্ত ছন্দে ফেরেনি এ রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনার সব থেকে বিপর্যস্ত সুন্দরবন এলাকার বেশ কয়েকটি গ্রাম।ঝড়ের তান্ডবে বহু কাঁচা বাড়ি মাটিতে মিশে গিয়েছে। ফলে বহু মানুষ গৃহহীন এখনও। ঝড়ের তাণ্ডবে মাতলা নদীর বাঁধ ভেঙে প্লাবিত বেশ কয়েকটি গ্রাম । বাঁধ ভেঙে ঢোকা নোনাজলে ক্ষতি করেছে চাষের জমির, যা আগামী কয়েকটি বছর চাষের অনোপযুক্ত হয়ে পড়েছে। সব মিলে কর্মহীন, এবং ছাউনিহীন গ্রামবাসীরা পড়েছেন চরম বিপাকে। তাদের সাহায্যের জন্য অনেক স্বেচ্ছাসংস্থার পাশাপাশি এগিয়ে এসেছে আমেরিকা প্রবাসী বাঙালি সংস্থা "বে এরিয়া প্রবাসী"। মূলত তাদের উদ্যোগেই কাঁকিনাড়া থেকে সংস্থার চার প্রতিনিধি দল দুর্গম পথ পেরিয়ে দক্ষিণ চব্বিশ পরগনার দেউলবাড়ী, চন্দনপিঁড়ি, বকখালি গ্রামে পৌঁছে গ্রামবাসীদের চিড়ে, মুড়ি, বিস্কুট, সাবান, মশারি সহ আরো বেশ কিছু নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় অসহায় গ্রামবাসীদের হাতে। আগামী দিনেও গ্রামের অসহায় পরিস্থিতির মধ্যে পড়া মানুষের জন্য প্রচুর পরিমাণে পানীয় জল ও শিশুদের দুধের ব্যবস্থা হবে বলে জানা গেছে সংস্থার তরফ থেকে।
No comments