আরপিএফ ফুটবল: ফের চ্যাম্পিয়ন ইষ্টার্ন রেল
সাতদিনের সমাচার : অল ইন্ডিয়া ইন্টার রেলওয়ে আরপিএফ ফুটবল চ্যাম্পিয়ানশিপ এ সাউথ ইষ্টার্ন রেল'কে হারিয়ে জয়ী হল ইষ্টার্ন রেল ৷২০জুলাই শুরু হওয়া এই খেলায় শনিবার কাঁচরাপাড়া অফিসার্স ক্লাব আরপিএফ জোনাল ট্রেনিং সেন্টার ময়দানে আয়োজিত ফাইনাল ম্যাচে ইষ্টার্ন রেল ৪-০গোলে অতিথি দল সাউথ ইষ্টার্ন রেলকে হারিয়ে প্রতিযোগিতার সেরা হিসেবে ঘোষিত হয়৷ ফাইনালের প্রথম পর্বে ইষ্টার্ন এর খেলোয়াড় বিকাশ সাহার প্রথম গোলে এগিয়ে যায় গৃহদল ৷ দ্বিতীয় পর্বে আরও তিনটি গোল দেয় ইষ্টার্ন রেল৷ অপর দুটি গোল করেন ইষ্টার্ন দলের অধিনায়ক হিমাংশু সইকিয়া এবং হেড দিয়ে দুর্দান্ত একটি গোল করেন অলতাফ হুসেন ৷ ইষ্টার্ন এর সামনে কোনও প্রতিরোধ গড়েই তুলতে পারেনি অতিথি দল ৷ বিজয়ী এবং বিজিত দলের হাতে ট্রফি তুলে দেন আরপিএফের ডিজি অরুন কুমার ৷ফাইনাল খেলায় দুটি গোল করে 'ম্যান অফ-দ-ম্যাচ' নির্বাচিত হন ইষ্টার্ন রেল এর অধিনায়ক হিমাংশু সাইকিয়া এবং গোটা প্রতিযোগিতায় ইষ্টার্ন এর পক্ষে বিপক্ষ দলের গোল জালে জড়ানো ২৪টি গোলের মধ্য একা দশটি গোল করে প্রতিযোগিতার বেষ্ট গোলদাতার পুরস্কার পান আলতাফ হুসেন৷এদিন ফাইনাল খেলায় মাঠে উপস্থিত ছিলেন,আরপিএফে'র ডিজি অরুন কুমার,সাউথ ইষ্টার্ন রেলওয়ের আইজি এস.সি পাহাড়ি,ইষ্টার্ন রেল এর আইজি অম্বিকা নাথ মিশ্র, কাঁচরাপাড়া রেলওয়ে ওয়ার্কশপের চিফ ওয়ার্কস ম্যানেজার প্রমোদ গুপ্তা সহ অন্যন আধিকারিকরা প্রমুখ৷
No comments