হালিশহর কিশোর সংঘের বর্ষবরণ উৎসব
কিশোর সংঘের বর্ষবরণ উৎসব 10 এ পা দিলো ...পুরাতন বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে তারা স্বাগত জানাবে নাচগানের মাধ্যমে । সকালে আয়োজিত স্বাস্থ্য শিবিরে 100 জনের স্বাস্থ্য পরীক্ষা করা হয় , পাশাপাশি রক্তদান শিবিরে মোট 46 জন রক্ত দান করে। সংস্থার পক্ষ থেকে 200 দুস্থ মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেয়া হয়, এছাড়াও ছোটদের জন্য ছিল বসে আঁকো প্রতিযোগিতাও l এরপর রাত 12 টা বাজার সঙ্গে সঙ্গে বাজি উৎসবের মধ্যে দিয়ে নতুন বছরকে বরণ করে নেবে ক্লাব সদস্যরা । এই বর্ষবরণে ক্লাব সদস্যর সাথে আনন্দে শামিল হয়ে থাকেন এলাকার সাধারণ মানুষজনও l
No comments