হালিশহর সরস্বতী ক্লাবের উদ্যোগে নক আউট ফুটবল প্রতিযোগীতা
সমাজের সকল স্তরের মানুষকে পুনরায় ক্রীড়ামনস্ক তথা ফুটবলমনস্ক করে তোলা এমনি লক্ষ্যে প্রত্যেক বছরের ন্যায় এবছরও সারা বাংলা দুদিন ব্যাপী নকআউট ফুটবল প্রতিযোগিতার আয়োজন করে হালিশহর সরস্বতী ক্লাব ।ফাইনাল খেলায় স্বর্গীয় নন্দদুলাল রায় স্মৃতি সরস্বতী ক্লাব চ্যাম্পিয়ান্স কাপ ২০১৮ জিতে নেন কাঁচরাপাড়া ১৬- পল্লী ।রানার্স কাপ পান হালিশহর চৌমাথা ব্যবসায়ী সমিতি। সেরা গোলরক্ষক হন মঙ্গল ঠাকুর এবং সর্বোচ্চ গোলদাতা হিসাবে পুরুস্কৃত হন সবুজ সংঘ ক্লাবের ভোলা ।
No comments