তৃণমূল বিধায়ক খুন নদীয়াতে
সাতদিনের সমাচার : দুষ্কৃতীদের ছোঁড়া গুলিতে খুন হয়ে গেলেন নদীয়ার কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস। আজ রাতে নিজের বিধানসভা এলাকায় এক সরস্বতী পুজো উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠান মঞ্চে তাঁকে খুব কাছ থেকে গুলি করে চম্পট দেয় দুষ্কৃতীরা । ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। গুরুতর জখম অবস্থায় তাকে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।
নদীয়া জেলা তৃণমূলের সভাপতি গোরীশংকর দত্ত ও জেলা পর্যবেক্ষক অনুব্রত মণ্ডল এই খুনের দায় বিজেপির ঘাড়ে চাপিয়েছেন। ওই অনুষ্ঠানে সেখানে উপস্থিত ছিলেন গৌরীশংকর দত্ত, মন্ত্রী রত্না ঘোষ প্রমুখ তৃণমূল নেতৃত্ব। পুলিশ তদন্ত শুরু করেছে l
No comments