বর্ধমানে শতাধিক প্রতিবন্ধীদের সরঞ্জাম দিলেন সাংসদ
রাহুল রায়, পূর্ব বর্ধমান: সাংসদ উন্নয়ন তহবিল থেকে কালনা বিধানসভার অন্তর্ভুক্ত ১৫৪ জন শারীরিক প্রতিবন্ধী মানুষজনকে বিভিন্ন ধরনের সরঞ্জাম প্রদান করলেন বর্ধমান পূর্ব সাংসদ সুনীল কুমার মণ্ডল l এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সাংসদ ছাড়াও হাজির ছিলেন পূর্ব বর্ধমান জেলার পরিকল্পনা ও উন্নয়ন পরিষদের সদস্য প্রণব রায় , কালনা ২নং পঞ্চায়েত সমিতির সভাপতি নিলিমা কপ্টি ও কালনা ২নং ব্লকের বিডিও মিলন দেবঘরিয়া প্রমুখ l এছাড়াও পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ এবং ব্লকের সকল পঞ্চায়েত প্রধান গণ । সাংসদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসীরা।
No comments