ডাম্পার ও মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষ : হত ১ আহত ২
সমাচার সাতদিন : পূর্ব বর্ধমানের কাটোয়া মেমারির রোডে মালডাঙ্গার কাছে কামাল বাসস্ট্যান্ডে ডাম্পার ও মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষের জেরে ১ ব্যক্তি হত এবং গুরুতর আহত ২ যুবক। মৃত ব্যক্তি নামকালু ঘোষ (২২) গীধগ্ৰামের বাসিন্দা । আহত একজনের নাম বাবুসোনা মণ্ডল, তিনিও গীধগ্রামেই থাকেন ।খবর পাওয়া মাত্রই কাটোয়ার পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ মৃতদেহটি ময়না তদন্তে পাঠানোর পাশাপাশি আহত ২ জনকে কাছেই মন্তেশ্বর হাসপাতালে নিয়ে যায় , আহতদের একজন বাবুসোনা মণ্ডলের শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন। ঘটনাটি কেন্দ্র করে এলাকায় বেশ কিছুক্ষন যানজট তৈরী হয় ঘটনাস্থলে l পরে কাটোয়া থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ডাম্পার সমেত চালককেও আটক করে। এলাকায় শোকের ছায়া।
No comments