মেডিকেলে ভর্তির প্রতারণার অভিযোগে গ্রেপ্তার বীজপুরে
নিজস্বপ্রতিনিধি বীজপুর :মেডিকেল কলেজে ভর্তির নামে প্রতারণার অভিযোগে স্বরূপ বিশ্বাস (৩৯) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করল বীজপুর থানার পুলিশ। বিগত ২০১৩ সালে গত ২১ ডিসেম্বর
বাঁকুড়ার বাসিন্দা প্রিয়াঙ্কা ব্যানার্জিকে ১২ লক্ষ ৪০ হাজার টাকার বিনিময়ে মেডিকেলে চান্স পাইয়ে দেবার কথা দিয়েছিলেন স্বরূপ। কিন্তু দিন গড়ালেও কাজ না হওয়া এবং দীর্ঘ টালবাহানার পর শেষ পর্যন্ত বীজপুর থানায় স্বরূপের বিরুদ্ধে অভিযোগ জানান, প্রিয়াঙ্কার বাবা প্রশান্ত ব্যানার্জি l তিনি জানান, ' 2 লাখ টাকা আমাকে ফিরিয়ে দিয়েছে।' কিন্তু বাকিটা পাইনি আজও l 2 ফেব্রুয়ারী স্বরূপকে গ্রেপ্তার করে বারাকপুর আদালতে তোলা হলে বিচারক তাকে হয় ৪ দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছিলেন l আজ ফের তাকে ফের কোর্টে পেশ করা হয়েছে ।
No comments