ব্রেকিং নিউজ

তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষের সমর্থনে মহিলা কর্মী সমর্থকদের মিছিল

বিনয় আগরওয়াল দক্ষিন দিনাজপুর:
বালুরঘাট আসনে তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষের সমর্থনে রবিবার বালুরঘাটে মহিলা কর্মী সমর্থকদের মিছিল বের হয়। এদিন বিকেলে বালুরঘাট মিছিলটি বালুরঘাট হাই স্কুল মাঠ থেকে শুরু হয়। সারা শহর পরিক্রমার পর বাস স্ট্যান্ডে গিয়ে শেষ হয়।

সেখানে এক পথ সভার আয়োজন করা হয়। এদিনের মিছিলে প্রার্থী অর্পিতা ঘোষের প্রথম থেকে থাকার কথা থাকলেও শেষ পর্যন্ত মিছিলে যোগ দিতে পারেননি তিনি। ওই সময় কুমারগঞ্জ ও পতিরামে কর্মী সভায় হাজির ছিলেন তিনি। যদিও পরে বাস স্ট্যান্ডে পথ সভায় যোগ দেন তিনি। কুমারগঞ্জে কর্মী সভায় হাজির ছিলেন তৃণমূলের জেলা সভাপতি বিপ্লব মিত্র, প্রার্থী অর্পিতা ঘোষ, কুমারগঞ্জের বিধায়ক তোরাফ হোসেন মণ্ডল সহ অন্যান্য জেলা নেতৃ।

এদিনের মিছিলে হাজির ছিলেন কুমারগঞ্জের প্রাক্তন বিধায়িকা মেহমুদা বেগম সহ অন্যান্য তৃণমূল নেত্রীরা। এই প্রথম প্রার্থী অর্পিতার সমর্থনে মহিলাদের মিছিল বালুরঘাটে। এদিনের মিছিলে শতাধিক মহিলা অংশ গ্রহণ করেন।







No comments