ব্রেকিং নিউজ

ভোট পরবর্তী সন্ত্রাসের পারদ নামছে না

সৌভিক সরকার : কাঁকিনাড়া সহ ভাটপাড়ার ভোট পরবর্তী সন্ত্রাসের পারদ নামছে না । চলছে বোমা ও ইট বৃষ্টি । কখনো দুই বিবাদমান গোষ্ঠীর মধ্যে ,  কখনও  পুলিশ কে লক্ষ্য করে চলছে ইঁটও পাথর বৃষ্টি । ১৪৪ ধারা জারি তার মধ্যেও  উত্তাপ চরমে ।  মঙ্গলবার  সকাল ৮.৫০ থেকে ফের কাঁকিনাড়া রেল ষ্টেশন লাগোয়া ২৯ নম্বর রেল গেটে শুরু হয়েছে রেল অবরোধ । অবরোধের জন্য শিয়ালদহ মেন শাখায় ট্রেন চলাচল বন্ধ । কিছু ট্রেন বারাকপুুু স্টেশন থেকে শিয়ালদহের দিকে ঘুরিয়ে  দেওয়া হচ্ছে। পুলিশি তত্পরতায় 3 ঘন্টার প্রচেষ্টায় উঠল অবরোধ । 

No comments