ব্রেকিং নিউজ

মঞ্চ মাতালেন সমাজ সংস্কৃতি ফাউন্ডেশন

 প্রতিবেদন:: শ্যামনগর ,

গতকাল শ্যামনগর মিস্ত্রি পাড়া সবুজ সংঘ ক্লাবের বার্ষিক শীতলা পুজো ও মেলা উপলক্ষে অনুষ্ঠিত হল এক  সাংস্কৃতিক সন্ধ্যা। গোটা অনুষ্ঠান পরিচালনা করেন সমাজ সংস্কৃতি ফাউন্ডেশনের সম্পাদক গৌতম পাল । সমাজ সংস্কৃতির শিল্পীদের দ্বারা পরিবেশিত হয় শাস্ত্রীয়, সৃজনশীল ,লোকনৃত্য পাশাপাশি রবীন্দ্রসংগীত, আধুনিক ও লোকগানের ডালি নিয়ে হাজির ছিলেন বিশিষ্ট শিল্পীরা । শ্রীমতি নন্দিতা পাল ভৌমিক, পুর্নিমা শর্মা, মীনাক্ষী দাস,অনুপমা নন্দী প্রমুখ কোরিওগ্রাফার -এর ছাত্র-ছাত্রীদের মঞ্চ মাতাতে দেখা গেছে l উল্লেখ্য,  সমস্ত কোরিওগ্রাফারদের সংস্থার পক্ষ থেকে স্মারক উপহার প্রদান করা হয় ।

No comments