ব্রেকিং নিউজ

১৬ 'র পল্লীর খুঁটি পুজো

সাতদিনের সমাচার : মানুষের চাহিদাকে মর্যাদা দিয়ে এ বছর মাতৃ প্রতিমা এবং মন্ডপসজ্জায় বিশেষ চমক দিতে চলছে কাঁচারাপাড়ার ১৬'র পল্লী৷ সোমবার বিকেলে কাঁচরাপাড়া স্টেশন সংলগ্ন গণেশ পার্কে ৪৩তম বর্ষের খুঁটি পুজো উপলক্ষে এমনটাই বললেন ক্লাব সম্পাদক শান্তনু মুখার্জী, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হালিশহর বাগমোড় রানী রাসমনি আশ্রমের কালীকৃষ্ণ মহারাজ, ক্লাবের সদস্য এবং স্থানীয় বাসিন্দারা৷ এদিন খুঁটি পুজোর মধ্য দিয়ে মন্ডপ তৈয়রির সুচনা করেন মহারাজ৷ ক্লাব সম্পাদক জানান,শহরের বাসিন্দাদের প্রতাশ্যা মত এবার আমরা থিম পুজোকে বাদ দিয়ে আগের মত মন্ডপ নির্মাণ করছি৷ বিগতদিনগুলি থেকে এবছর বাজেট অনেকটাই বেশি ৷ এর মধ্যে দিয়ে ১৬র পল্লির ক্লাব পুরনো গরিমা ফিরে পাবে বলে আশাবাদী ক্লাব সম্পাদক৷ আর এক সম্পাদক তরুন মন্ডল বলেন, মন্ডপটি তৈরি হবে ফাইবার দিয়ে এবং মন্ডপ সজ্জায় আকর্ষণীয় কাজ থাকবে, যা দর্শনার্থীদের আকৃষ্ট  করবেই ৷ তাছাড়া ১৬র পল্লি'র  মাতৃ প্রতিমা দর্শনে বিকেল থেকে রাত পর্যন্ত লাইনও পড়বে বলে আশা প্রকাশ করেছেন তিনি ৷ আবার কালীকৃষ্ণ মহারাজ বলেন,' মায়ের কাছে প্রার্থন করি মানুষের মধ্য ঐক্য, মিলন,শান্তি বাতাবরণ চিরনতুন ভাবে প্রতিষ্ঠিত হোক৷'

No comments