ব্রেকিং নিউজ

নৈহাটী বিস্ফোরণ কাণ্ডে কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে তদন্তের দাবিতে সরব বিজেপি : ক্ষতিগ্রস্থদের পাশে তৃণমূল সরকার

সোনালী ব্যানার্জী : তদন্তের দাবি নৈহাটির দেবক থেকে উদ্ধার হওয়া বাজি নিষ্ক্রিয় করতে গিয়ে নতুন করে ঘটা বিস্ফোরণ এবং তার জেরে আহতদের দেখতে এসে ফের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্তের দাবি তুললেন বিজেপি বিধায়ক শুভ্রাংশু রায় l ওই একই দাবিতে সরব হয়েছেন বিজেপি নেত্রী ফাল্গুনী পাত্র l প্রসঙ্গত, স্থানীয় মানুষজন বারংবার বারণ করা সত্ত্বেও বৃহস্পতিবার গৌরীপুর জুটমিল ছাইঘাট এলাকাতে বেলা তিনটে নাগাদ বাজি নিষ্ক্রিয় করতে গিয়ে তাতে মারাত্মক বিস্ফোরণ ঘটে আর তাতেই স্থানীয় বাসিন্দাদের বাড়িঘর হুড়মুড়িয়ে ভেঙে পরে অনেক বাড়িতে ফাটল ধরে যায় মোট ১২ টি পরিবার এই বিস্ফোরণে ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানা গেছে । পাশাপাশি এই ঘটনায় সোহম মন্ডল (৫), সজল দাস (২) নামে দুই শিশু এবং হারু মন্ডল নামে একজন বৃদ্ধ গুরুতর আহত হয়েছে । তড়িঘড়ি আহতদের উদ্ধার করে নৈহাটি স্থানীয় স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর ক্ষিপ্ত জনতা পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ছুটে আসে বিশাল সংখ্যক পুলিশ বাহিনী l একে একে ঘটনাস্থলে হাজির হন বিজেপি নেতানেতৃত্ব l বিজেপি নেত্রী তথা সাংসদ  লকেট চ্যাটার্জী ছুটে আসেন দুর্ঘটনার খবর পেয়ে । এদিকে বিস্ফোরণের খবর পেয়ে মুখ্যমন্ত্রী  বারাসাত যাত্রা উৎসবের মঞ্চ থেকেই বিধায়ক পার্থ ভৌমিক'কে নির্দেশ দেন ক্ষতিগ্রস্ত স্থান দেখে নিতে। নির্দেশ পেয়েই বিধায়ক তার অনুগামীদের সাথে নিয়ে এলাকায় গিয়ে যুদ্ধকালীন তৎপরতায় হাসপাতালে ছুটে যায় আহতদের চিকিৎসার ব্যবস্থা করেন। ক্ষতিগ্রস্থ মানুষজনকে তাৎক্ষণিকভাবে কম্বল, ত্রিপল দেওয়া হয়। আজ থেকে ক্ষতিগ্রস্ত বাড়ি মেরামতের কাজ শুরু হয়েছে, ব্যবস্থা করা হচ্ছে খাবারের l তৃণমূলের জেলা সম্পাদক তথা সুবোধ অধিকারী, দুর্ঘটনাস্থল ঘুরে দেখেন বলেন, 'দমকল কর্মী ও সিভিল ডিফেন্সের তৎপরতাতে সেদিন দেবকের বাজী কারখানার আগুন থেকে রক্ষা পেয়েছিল এলাকার সাধারণ মানুষ। যাতে আরো বড় বিপত্তি না ঘটে তাই নৈহাটি গঙ্গার ধারে ফাঁকা জায়গায় সেই বাজী নিস্ক্রিয় করার কাজ চলছিল গত কয়েকদিন ধরে। গতকাল বাজী নিষ্ক্রিয় করার সময় একটি বিস্ফোরণ হয়। এতে গঙ্গা তীরবর্তী কিছু বাড়ির জানালার কাঁচ ও অ্যাসবেস্টার ভেঙে পড়ে। এই নিয়ে শুরু হয়ে যায় রাজনীতি। ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে না দাড়িয়ে মিডিয়ার সামনে চলে লম্বা চওড়া ভাষন দিচ্ছেন বিজেপি নেতারা, চলছে  নোংরা রাজনীতি। কিন্তু মানুষের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন আছেন থাকবেন ।' 
তবে বিজেপি প্রথম থেকেই খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডের সঙ্গে নৈহাটী বিস্ফোরণ কাণ্ডের তুলনা টেনে বিষয়টি কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে তদন্তের দাবি তুলেছিল, আজও ফের একই দাবিতে সরব ছিলেন তারা l

No comments