ব্রেকিং নিউজ...... কল্যাণীতে অস্থায়ী চুল্লির খোঁজ : উত্তেজনা চরমে
সাতদিনের সমাচার : কাল সন্ধ্যা নাগাদ কল্যাণী ফার্মের সন্নিকটে লোকচক্ষুর আড়ালে তৈরী যে অস্থায়ী এক চুল্লির খোঁজ পাওয়া গিয়েছিল, তা যে করোনাতে মৃত ব্যক্তিদের দাহ কার্যের জন্যই তৈরী তা নিয়ে আর কোনও সন্দেহ রাখছেন না স্থানীয় বাসিন্দারা ! ইতিমধ্যেই নতুন বসানো টিউবয়েল, প্রয়োজনীয় বৈদ্যুতিক ব্যবস্থা, নিচে পোক্ত কংক্রিটের তৈরি চুল্লি এবং তার উপর নির্মিত শেড অস্থায়ী শ্মশানকেই নির্দেশ করছে বলে দাবি করেছেন ফার্ম এবং তার আশেপাশে বসবাসকারী মানুষজন l
ঢিল ছোড়া দূরত্বেই 'এস এন আর কার্নিভ্যাল' যা কিনা এখন কোভিড ১৯ আক্রান্তদের কোয়ারেন্টাইন সেন্টার ! সেখানে মৃতদের দেহগুলি চুপিসারে দাহ করবার জন্যই এই অস্থায়ী চুল্লি তৈরী হয়েছে বলে দাবি উঠেছে l স্থানীয় ক্ষিপ্ত বাসিন্দারা কাল একত্র হয়ে সেই চুল্লি ভাঙচুরের চেষ্টা করেন, তাদের বক্তব্য, 'প্রশাসন লোকালয়ের মধ্যেই রাতারাতি চুল্লি তৈরী করে দিল, অথচ স্থানীয় মানুষজন অন্ধকারে !
তার উপর যাদের দাহ করা হবে তারা নিশ্চই ভাইরাস আক্রান্ত হয়ে থাকবে !' -এই দাবিতে অনড় হয়ে তারা ওই বেসরকারি হাসপাতালের কাছে বিক্ষোভ দেখতে থাকেন, যদিও এ নিয়ে কাল কোনও প্রশাসনিক কর্তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি l বীজপুর বা কল্যাণী পুলিশকে সম্পূর্ণ নির্বিকার থাকতে দেখা গেছে l এলাকায় তীব্র চাঞ্চল্য রয়েছে এখনও l
No comments