ব্রেকিং নিউজ

সমাজকে পথ দেখাচ্ছেন ব্যতিক্রমী সুধাংশুরা

সাতদিনের প্রতিবেদন : বিগত ২১ বছর যাবৎ একমাত্র পুত্রের জন্মদিন ভিন্নভাবে পালন করে সমাজের বুকে মহান দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন ব্যারাকপুরের বাসিন্দা কাঁচরাপাড়া রেলওয়ার্কশপের দায়িত্বশীল কর্মী সুধাংশু মুখার্জী l 
 কেক কেটে অতিথি আপ্যায়ন করে জন্মদিন তো সকলেই পালন করে, কিন্তু এই স্বার্থ-সর্বস্ব সমাজে ছেলের জন্মদিন স্মরণ রাখতে স্বামী-স্ত্রী উভয়ে সামাজিক স্বার্থে ব্লাড ব্যাঙ্কে গিয়ে নিজেদের মূল্যবান রক্ত দান করে আসেন, এমন উদাহরণ বোধহয় সচরাচর মেলে না ! পুত্র সুতনু'র জন্মদিনে গত ২০ বছর ধরেই সুধাংশুবাবু এবং তাঁর যোগ্য সহধর্মিনী তাপসীদেবী রাজ্যের কোনও একটি ব্লাডব্যাঙ্কে হাজির হয়ে স্বেচ্ছায় রক্তদান করে আসেন। শুধু তাই নয়, সুধাংশুবাবুর পুত্র সুতনু তার ১৮ বছর বয়স পূর্ণ হতেই, বাবা মায়ের আদর্শ অনুসরণ করে এই বিশেষ দিনে তাদের সাথে হাজির হয়ে রক্ত'দান করতে শুরু করেছে।
 আজ ২৪ ফেব্রুয়ারী সুতনুর ২১ তম জন্মদিনে লাইফ কেয়ার  ব্লাড  ব্যাঙ্কে হাজির হয়ে ওরা তিনজনে'ই হাসিমুখে রক্ত দিলেন । ব্লাড ব্যাংক কর্তৃপক্ষ আজ তাদের এই উদ্যোগকে সম্মান জানিয়ে সুতনুর জন্মদিন পালন করতে ছোট্ট আয়োজন করেছিলেন বলে জানা গেল l 
এ ব্যাপারে ওনার সহকর্মী তথা পারিবারিক বন্ধু আলোক চৌধুরী বলেন," সুধাংশু এবং ওর গোটা পরিবারের জন্য আমরা কাঁচরাপাড়া রেল ওয়ার্কশপের সকলেই গর্বিত l" 
এদিকে প্রাক্তন স্কাউট সদস্য সুধাংশু মুখার্জীকে কুর্নিশ জানিয়ে সোশ্যাল মিডিয়াতে একাধিক পোস্ট করেছে রেল স্কাউট পরিবারের অনেক দায়িত্ববান সদস্যরা l শুধু তাই নয়, নাম প্রকাশে অনিচ্ছুক ওনার এক ভ্রাতৃসম বলেন,"নিজের কাজের মধ্যে দিয়ে বরাবর দৃষ্টান্ত স্থাপন করেছেন মানুষটা,নইলে ১০০ সি সি'র বাইক নিয়ে খারদুংলা পাস্   জয় করতে পারা কী চাট্টিখানি ব্যাপার ! যাকে কিনা সম্মান জানিয়েছেন 'লিমকা বুক অফ রেকর্ডস' ও ! আবার চারচক্র যান নিয়ে বিভিন্ন সময়ে দেশের বিভিন্ন প্রান্তে আয়োজিত বহু প্রতিযোগিতায় উল্লেখযোগ্য পুরস্কার যিনি জয় করে ফিরেছেন তিনি তো ভিন্নধর্মী হবেনই ! এই অগ্রদূতের জন্য আন্তরিক শ্রদ্ধা !" 
এ নিয়ে সমাচার সাতদিনকে  দেওয়া একান্ত সাক্ষাৎকারে লাজুক স্বভাবের সুধাংশুবাবু বলেন, "মানুষ হয়ে জন্মানোর যখন সুযোগ পেয়েছি, সমাজে নিজের ছাপ রেখে যাবো না এটা কী হয় ? আমাদের কাজে যদি একজনও মানুষ উপকৃত হতে পারেন, এর চেয়ে বড় সন্তুষ্টি আর সার্থকতা কী হতে পারে বলুন তো !"

No comments