ব্রেকিং নিউজ

85 নং বাসের ধাক্কায় গুরুতর আহত এক

সংবাদাতা বীজপুর : 85 নম্বার বাসের ধাক্কায় গুরুতর আহত এক ব্যক্তি । 29 তারিখ রাত 8 নাগাদ হালিশহরে চৈতন্য ডোবায় 85'র ধাক্কায় গুরুতর আহত হন শ্যামনগরের বাসিন্দা অশোক দাস । বয়স 57 তাকে গুরুতর অবস্থায় কল্যাণী জে এন এম হসপিটালে নিয়ে যাওয়া হয়।ঘটনাস্থলে বীজপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও  WB 23 B8783 বাস টিকে আটক করে থানায় নিয়ে অসে।

No comments