ব্রেকিং নিউজ

শ্যামনগরে আয়োজিত হল রক্ত দান শিবির


সংবাদদাতা বারাকপুর :নোয়াপাড়া বিধানসভার বিধায়ক সুনিল সিং-এর উদ্যোগে সুরু হল 21শে জুলাই এর 13 জন শহীদের স্মরণে রক্তদান শিবির। আজ শ্যামনগর ফিডার রোডে গারুলিয়া শহর তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি সুভরঞ্জন সিং এর আয়োজনে শহীদ রতন মন্ডলের স্মরণে শিবির অনুষ্ঠিত হয়। বিধায়ক সুনিল সিং সহ উত্তর ব্যারাকপুর পৌরসভার প্রধান মলয় ঘোষ, ফুটবলার নবাব ভট্টাচার্য উপস্থিত ছিলেন। বিধায়ক বলেন নোয়াপাড়া উৎসবের অঙ্গ স্বরূপ এই শিবির। এর পর আরও 12 জন শহীদের স্মরণে রক্তদান অনুষ্ঠিত হবে নোয়াপাড়া জুড়ে । অনুষ্ঠানটি পরিচালনা করেন গৌতম পাল

No comments