ধর্ম নয় মানবতাই হোক শেষ কথা
সৈকত গাঙ্গুলী, ব্যারাকপুর: ব্যারাকপুর রেল স্টেশন চত্বরে
ভারতের ছাত্র ফেডারেশনের ডাকা এক পথ সভায় ধর্মীয় মেরুকরণের রাজনীতির
বিরুদ্ধে সোচ্চার হলেন প্রবাসী বাঙালি। চিত্রশিল্পী পার্থ চট্টোপাধ্যায়ের তুলি যা দেশের সব ধর্মকে এক ধারায় তুলে ধরেছে। পার্থ বাবুর বক্তব্য, ধর্ম নিয়ে রাজনীতি নয়, দেশের মানুষ চায়, একতা সম্প্রীতি। কৃষক শ্রমিকের অধিকার, বেঁচে থাকার অধিকার।
No comments