ব্রেকিং নিউজ

ব্যারাকপুরে বিজেপির মিছিল আটকালো পুলিশ, আটক ৭৮ জন বিজেপি কর্মী




সৈকত গাঙ্গুলী, ব্যারাকপুর: পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের ফল ঘোষণার পর ব্যারাকপুর মহকুমা জুড়ে বিজেপি কর্মীদের ওপর হামলা ও পার্টি অফিস ভাঙচুরের বিরুদ্ধে বিজেপি কর্মী সমর্থকদের আজ ব্যারাকপুর মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দেওয়ার কথা ছিল। সেই অনুযায়ী দুপুর একটায় ব্যারাকপুর স্টেশনে বিজেপি কর্মীরা জমায়েত করে।
বিজেপি মিছিল শুরু করতে গেলে বাধা দেয় পুলিশ। এর পরই বিজেপি কর্মীদের সাথে ধস্তাধস্তি শুরু হয় পুলিশের। ব্যারাকপুর সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি অহিন্দ্র নাথ বসু সহ ৭৮ জনকে গ্রেপ্তার করে টিটাগড় থানায় নিয়ে এলে টিটাগড় থানার সামনে বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখাতে থাকে।

No comments