ব্রেকিং নিউজ

ব্যারাকপুর থানার জলতরঙ্গ কাপের ফাইনাল খেলা আয়োজিত হল মনিরামপুরে



সৈকত গাঙ্গুলী, ব্যারাকপুর: মঙ্গলবার ব্যারাকপুর পুলিশ কমিশনারেট আয়োজিত জলতরঙ্গ কাপের ব্যারাকপুর থানার খেলার ফাইনাল আয়োজিত হল মনিরামপুরে দড়িকল মাঠে। এদিন ফাইনাল খেলায় ফুটবলারদের উৎসাহ দিতে মাঠে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল সুনীল কুমার চৌধুরী,সহ নগরপাল ১ ডঃ কে.কান্নান,এসিপি ২ অলোকেশ দাশগুপ্ত,বিধায়ক সুনীল সিং ও শীলভদ্র দত্ত, পৌরপ্রধান মলয় ঘোষ, উত্তম দাস সহ পৌরপারিষদ ও পৌরপিতারা সহ
বিশিষ্ট জনেরা।
নগরপাল সুনীল কুমার চৌধুরী সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জানান, জলতরঙ্গ কাপ মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আয়োজিত হচ্ছে। যেখানে ব্যারাকপুর কমিশনারেটের ১২টি থানার ১২০টি দল অংশগ্রহণ করছে। এর মধ্যে সেরা দলগুলিকে নিয়ে কমিশনারেটের খেলা হবে। বিজয়ী দলকে মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে পুরস্কৃত করা হবে।
নগরপাল আরও বলেন, আমাদের দুটি উদ্দেশ্য, একটি খেলাধুলোর মাধ্যমে মানুষকে আরও পুলিশের কাছাকাছি আনা এবং অপরটি যাদের মধ্যে প্রতিভা আছে তাদের এই সমস্ত খেলার মাধ্যমে তুলে আনা আরও বড় স্তরে।
এদিন ফাইনালে মুখোমুখি হয় নিউ ষ্টার ক্লাব ও সেভেন স্টার ক্লাব। দুই এক গোলে সেভেন স্টার ক্লাব জয়লাভ করে।
খেলায় পৌরহিত্য করেন ব্যারাকপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক দেবনাথ সাধুখাঁ।

No comments