শিশু অধিকারের বার্তা : জুড়ছে সমতল থেকে পাহাড়
সমাচার সাতদিন: "সকল শিশুর সমান অধিকার"- এই বার্তা নিয়ে একাই মোটরবাইকে নিয়ে পাহাড়ি পথে রওনা দিলেন এক বঙ্গ সন্তান। বারাকপুর মহকুমার খড়দহের বাসিন্দা অরিন্দম ঘোষ পিছিয়ে পড়া পাহাড়ি শিশুদের অধিকার নিয়ে রাজ্যবাসীকে সচেতন করতে সমতল থেকে সম্পূর্ণ একা দার্জিলিং হয়ে সিকিমে পৌঁছবেন । সেখানে প্রজাতন্ত্র দিবসের দিন লামাহাটায় পিছিয়ে পড়া শিশুদের জন্য অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করার পাশাপাশি লেপচাজগৎ এলাকা সাজিয়ে তুলবেন তেরঙ্গা পতাকা ও বেলুন দিয়ে, উত্তোলিত হবে জাতীয় পতাকাও। ইন্ডিয়ান ইউনাইটেড ইনফ্রানোরস্ রাইডার গ্রুপের সদস্য বাইক আরোহী অরিন্দম ঘোষের এ হেন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন উৎসাহী মানুষজন।
No comments