স্বচ্ছ ভারত অভিযান : পথনাটিকার বার্তায়
দেবপ্রিয় সরকার : ভারত সরকারের সঙ্গীত ও নাট্য বিভাগের উদ্যোগে কেন্দ্রের স্বচ্ছ ভারত অভিযানকে সাধারণ মানুষের কাছে তুলে ধরে সাধারণ মানুষের মধ্যে স্বচ্ছতা নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে 'মাইন এন্ড আর্ট ' নামক নাট্যসংস্থার পরিচালনায় এক পথনাটিকা অনুষ্ঠিত হল নৈহাটির বিভিন্ন এলাকায়। 'স্বচ্ছ শহর' শীর্ষক এই নাটকটিতে অভিনয় করেন নাট্যসংস্থার অভিনেতা দীপক মুস্তাফি, গোবিন্দ কীর্তনীয়া, শ্যামল রায়, ভরত রায়, অশোক কুমার রায় এবং মহিলা শিল্পী কৃষ্ণা সাহা। প্রায় ৪০মিনিটের এই নাটকটিতে সারা শহরের পাশাপাশি বাড়ির চারপাশ স্বচ্ছ রেখে নিজেদের এলাকা পরিচ্ছন্ন রাখার বার্তাও দেওয়া হয় দর্শকদের মধ্যে । এই নাটক দেখতে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো l
No comments