হালিশহর স্কাউট মাঠে মহাসমারোহে পালিত হল প্রজাতন্ত্র দিবস
মহুয়া বিশ্বাস : পূর্ব রেলওয়ে ভারত স্কাউটস এবং গাইডস এর শিয়ালদহ জেলার হালিশহর নিউ গ্রুপে পালিত হল ৭০তম প্রজাতন্ত্র দিবস l গ্রুপ লিডার প্রসেনজিৎ বিশ্বাসের উপস্থিতিতে প্রায় ১১০ জন স্কাউট সদস্যকে নিয়ে স্কাউটিং রীতিতে জাতীয় পতাকা উত্তোলিত হয়, সঙ্গে স্কাউট পতাকাও l খুদে স্কাউট-গাইড, কাব-বুলবুল সদস্যরা বিভাগীয়ভাবে দিনটির তাৎপর্য ব্যাখ্যা করে l পরে 'লিভ টেক সেরিমনি' সহ অন্যান্য স্কাউটিং গাইডিং এক্টিভিটি প্রদর্শিত হয় l HWB স্কাউট মাস্টার মৃদুল রবিদাস বলেন, ' বিভিন্ন সমাজসেবামূলক কাজের মধ্যে দিয়ে ভবিষ্যতের সুনাগরিক তৈরিতে শতবর্ষ ধরে স্কাউটিং আন্দোলন সারা বিশ্ব জুড়ে সফলভাবে প্রভাব বিস্তার করে চলেছে, সুতরাং আজকের নতুন প্রজন্মকে সমাজের উপযুক্ত করে তুলতে গেলে স্কাউটিং এর কোনো বিকল্প নেই l' এদিনের অনুষ্ঠান দেখতে হালিশহর স্কাউট ময়দানে হাজির হয়েছিলেন অসংখ্য সাধারণ মানুষ l
No comments