ব্রেকিং নিউজ

দুঃস্থ ছাত্র-ছাত্রীদের স্কুলব্যাগ বিতরণ কাঁচরাপাড়ায়

সৌভিক সরকার: কাঁচরাপাড়া 20 নম্বর ওয়ার্ডের ঐকতান ক্লাবের পক্ষ থেকে আজ দুঃস্থ ছাত্র ও ছাত্রীদের হাতে স্কুল ব্যাগ তুলে দেয়া হয় । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হালিশহর পুরসভার উপপুরপ্রধান দেবাশিস দত্ত, 20 নম্বরের ওয়ার্ডের কাউন্সিলর উৎপল দাসগুপ্ত, কাউন্সিলর তপন দত্ত, সাংবাদিক রিক্তা দাস সরকার প্রমুখ l এই উদ্যোগ মানসিক শান্তিদায়ক বলে মনে করেন ক্লাব সদস্য তুহিন ভট্টাচার্য l

No comments