ব্রেকিং নিউজ

নিরাপদ নয় শহরতলিও : ভর সন্ধ্যায় গৃহবধূকে গণধর্ষণ খড়দায়

সৈকত গাঙ্গুলি 
নতুন বছরের প্রথমেই এক অমানবিক এবং পাশবিক ঘটনার সাক্ষী হয়ে থাকল উত্তর ২৪ পরগনার খড়দহ পাতুলিয়া অঞ্চল l ভর সন্ধ্যায়  ছেলেকে পড়তে দিয়ে বাড়ি ফেরার পথে গণধর্ষণের শিকার এক গৃহবধু ।
নির্যাতিতার পরিবারের অভিযোগ, আট'টা নাগাদ ছেলেকে পড়তে দিয়ে বাড়ি ফেরার পথে পতুলিয়া  শিবমন্দিরের কাছে আসতেই মহিলার মুখে হাত চেপে ধরে দুই যুবক  পাশেই একটি নির্মীয়মান বাড়ির ভিতর টেনে  নিয়ে যায় সেখানে অপেক্ষায় ছিল আরও দুই ব্যক্তি l চার দুষ্কৃতী মিলে ওই মহিলার উপর যৌন নির্যাতন চালায় l অত্যাচারের মাত্রা এতটাই তীব্র ছিল যে নির্যাতিতা  অজ্ঞান হয়ে পড়ে l সে সময় তাকে ওখানেই ফেলে পালায় ওই চারজন l জ্ঞান ফিরলে কোনোমতে রক্তাক্ত অবস্থায়  তিনি কাছের একটি বাড়িতে  এসে তাদের গোটা ঘটনার কথা জানালে তারাই আশঙ্কাজনক অবস্থায়  মহিলাকে পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়  । নির্যাতিতা আরও জানান, জ্ঞান হারাবার আগে তিনি শুনতে পেয়েছেন ওই দুষ্কৃতীরা বলছে "এর স্বামী বিজেপির বড়ো নেতা হয়ে গেছে, মেরে ফেল শালীকে l"  মহিলার শারীরিক অবস্থা এখনো সঙ্কটজনক।
পরিবারের লোকজন খড়দহ থানায় গণধর্ষণের একটি লিখিত অভিযোগ দায়ের করেছে । ভর সন্ধ্যায় ঘটে যাওয়া এই অপ্রীতিকর ঘটনা নিয়ে ক্ষুদ্ধ একালাবাসীরা দুষ্কৃতীদের শাস্তির দাবি তুলেছেন l খবর লেখা পর্যন্ত গ্রেফতারের কোনো খবর নেই l

No comments