ব্রেকিং নিউজ

প্রাপ্য দাবি নিয়ে হালিশহর পুরসভায় বিক্ষোভ



 সোনালি ব্যানার্জি : নতুন বছর পড়তে না পড়তেই ফের শিরোনামে  হালিশহর পুরসভা l সরকার নির্ধারিত মজুরি সহ অন্যান্য ন্যায্য ভাতার ও প্রাপ্য দাবিদাওয়া নিয়ে হালিশহর পুরসভায় বিক্ষোভ দেখলো হরিজন সম্প্রদায়ভুক্ত অস্থায়ী  পুরকর্মীরা l  
2 জানুয়ারী দুপুরের দিকে পুরসভা চত্বরে সেই বিক্ষোভ তুলতে শেষমেশ হাজির হতে হয় বীজপুর পুলিশকে l খবর পেয়ে ছুটে  আসেন বর্ষীয়ান তৃণমূল নেতা প্রবীর সরকার l তিনি বলেন, "ওদের দাবি অন্যায্য নয়, দীর্ঘদিন ধরেই ওরা পুরসভার বঞ্চনার শিকার l যে সব কর্মীরা ঠিকাদারের অধীনে আছেন তারাও প্রাপ্য বকেয়া টাকা পাচ্ছেন না, এটা চলতে দেয়া যায় না, আমি উচ্চ নেতৃত্বের সঙ্গে এ নিয়ে দরবার করব, প্রয়োজনে আইনে আদালতের দ্বারস্থ হবো" l উপপুরপ্রধান রাজা দত্ত বলেন , "পুরসভায় দীর্ঘদিন ধরেই অরাজকতা চলছে এটা  কাজে যোগ দিয়েই বুঝতে পেরেছি, খুব তাড়াতাড়ি এর সমাধান করব, যাতে কারো কোনও অভিযোগ না থাকতে পারে" l পুরপ্রধান অংশুমান রায়'এর সঙ্গে যোগাযোগ করা যায় নি l তবে প্রবীরবাবু  বিক্ষোভকারীদের আশ্বাস দিলে তারা বিক্ষোভ তুলে নেয়  ll

No comments