ব্রেকিং নিউজ

সুযোগ পেলে শিক্ষাকে সর্বস্তরে পৌঁছে দিতে চাই : শুভ্রাংশু

সাতদিনের সমাচার :শিক্ষাকে সর্বস্তরে পৌঁছে দিতে  সরকারের পাশাপাশি নিজেও সাধ্যমতো চেষ্টা করে চলেছেন বীজপুরের বিধায়ক শুভ্রাংশু রায় l যুগলনাথ মেমোরিয়াল সোসাইটি নামের একটি এনজিও'র মাধ্যমে তিনি বিভিন্ন সমাজসেবামূলক কাজের সঙ্গে সঙ্গে বাচ্চাদের জন্য একটি ইংরেজি মাধ্যম  স্কুলও চালান, ২০০৮সালে ৩৫ জন বাচ্চাকে নিয়ে শুরু হওয়া সেই  স্কুলে আজ প্রায় ৪০০ জন পড়ুয়া রয়েছে l আজ স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ১১ বছর পূর্তি উপলক্ষে কাঁচরাপাড়ার সুপ্রাচীন ব্রতচারী পার্কের আয়োজিত এক অনুষ্ঠানে এসে তিনি সংবাদমাধ্যমকে জানান,' আগামীতে স্কুলটিকে হাইস্কুলে পরিণত করতে চাই, কেননা শিক্ষার আলো আজ বহু ঘরে পৌঁছতে পারেনি, যে কোনো কারণেই হোক, আমি চাই যে কোনও উপায়ে নবপ্রজন্ম যাতে শিক্ষার মুখ দেখে l অর্থের যোগান ঠিকঠাক পেলেই এই প্রকল্পে হাত দেব l' প্রতিযোগিতা উপলক্ষে ময়দানে অতিথি হিসেবে ব্রতচারী পার্কে হাজির ছিলেন কাঁচারাপাড়া পুরসভার প্রধান তথা শিক্ষক সুদামা রায়, বীজপুরের যুব  তৃণমূল আহ্বায়ক সুজিত দাস প্রমুখ l

No comments