ব্রেকিং নিউজ

জাত ধর্মকে দূরে সরিয়ে সম্প্রীতির নজির গড়ছে মাসুম কমিটি

সাতদিনের সমাচার : সমাজসেবায় সম্প্রীতির নজির গড়ে জাত ধর্মের ঊর্ধে উঠে এলাকার সকল মানুষকে এক সূত্রে বেঁধেছে হাজীনগরের 'মাসুম কমিটি' নামের একটি স্বেচ্ছাসেবী সংস্থা l আজ সংস্থা আয়োজিত এক রক্তদান শিবিরে উপস্থিত হয়ে স্থানীয় মানুষজনকে রক্তদানে উৎসাহিত করে গেলেন ভাটপাড়ার বিধায়ক তথা তৃণমূল নেতা অৰ্জুন সিং l সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শ্রী সিং বলেন, 'সাম্প্রদায়িক বিষয়টাকেই উপড়ে ফেলা উচিত, জাত ধর্ম সরিয়ে রেখে এলাকার যুবকরা একত্রিত হয়ে সমাজসেবার কাজ করে যাচ্ছে, রক্তের মধ্যে দিয়ে যখন একজন মানুষের জীবন বাঁচে তাই সমাজের সবথেকে বড় দান হল রক্তদান l    আমাদের নেত্রী মমতা ব্যানার্জীও এইকাজে সবাইকে উৎসাহিত করে থাকেন l' এ ব্যাপারে সংস্থা সম্পাদক বলেন,'১৯৮০ সাল থেকেই এই কমিটি স্বেচ্ছাসেবার কাজ করে আসছে, আজও আমরা রাস্তায় দাঁড়িয়েই জাতি ধর্ম নির্বিশেষে মানুষের জন্য স্বাস্থ্য শিবির, রক্তদান, বস্ত্রদান, শিশুদের জন্য ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে যাচ্ছি l হাজীনগর এলাকার সর্বস্তরের মানুষ 
আমাদের সঙ্গে রয়েছে, এই কাজে আমরা মানসিক শান্তি পাই l' তবে সংস্থার একটি ঘরের প্রয়োজনও রয়েছে বলে মনে করছেন কমিটি সদস্যরা, কেননা মানুষের জন্য সব কাজ রাস্তায় বসে করা যায় না, তাই স্থানীয় পুর সদস্য কল্পনা বিশ্বাস সহ তৃনমূল নেতাদের কাছে সংস্থার জন্য একটি ঘরের আবেদন জানিয়েছেন তারা, যাতে ভবিষ্যতে আরও বেশি করে মানুষের সেবা করা যায় l

No comments