বিশ্বনাথ স্মৃতি সংঘের উদ্যোগে বই বিতরণ কাঁচারাপাড়ায়
সৌভিক সরকার: দুঃস্থ ছাত্র ছাত্রীদের হাতে পাঠ্য পুস্তক তুলে দিল কাঁচরাপাড়ার বিশ্বনাথ স্মৃতি সংঘ। বীজপুরের সাতটি স্কুল মিলিয়ে প্রায় ১০০ পড়ুয়ার হাতে বই তুলে দেওয়া হয় এতে তাদের অভিভাবকরাও ভীষণ খুশি । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় তৃনুমূল নেতা মলয় ঘোষ, ক্লাব সদস্য সৌমেন হালদার, শুভম কুন্ডু ছাড়াও ছিলেন ক্লাবের অন্যান্য সদস্যরা।
No comments