ব্রেকিং নিউজ

এনআরএস হাসপাতালের ছায়া হালিশহরেও

কুকুর হত্যা কাণ্ডে এবার উঠে এলো হালিশহর দত্তপাড়ার  নাম।
কয়েক দিন আগেই কলকাতার এনআরএস হাসপাতালে কুকুর ছানাদেরকে হত্যার ঘটনায় সকলের স্মৃতিতে টাটকা।তেমনি একটি ঘটনা সামনে এল হালিসহর দত্তপাড়া এলাকায় ।
স্থানীয়দের বক্তব্য, সোমবার দুপুরে হালিসহর 7 নম্বর ওয়ার্ডের দত্তপাড়ায পাড়ার একটি কুকুর খাবারের সন্ধানে প্রতিদিনই স্থানীয় জয়দেব করে'র বাড়িতে ঢুকে পড়ত। আজ দুপুরেও জয়দেববাবু যখন বাগানে কাজ করছিলেন তখন হঠাৎ ওই কুকুরটিকে দেখতে পেয়ে তাঁর হাতে থাকা দা দিয়ে কুকুরটি আঘাত করেন l আঘাতের চোটে রক্তাক্ত অবস্থায় কুকুরটি পালানোর চেষ্টা করলে আবারও দা দিয়ে পেটে কোপানো হয়। এরপরই কুকুরটি খানিকটা এগিয়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যায়। এলাকাবাসীরা ঘটনার তীব্র নিন্দা করেছেন l

No comments