বাড়ি বসেই মিলবে পেট্রল- ডিজেল দাবী ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশনের
বিশেষ প্রতিবেদন : এবার থেকে বাড়ি বসেই পাওয়া যাবে পেট্রল - ডিজেল ।মোবাইল অ্যাপ ও অনলাইনের মাধ্যমে পাওয়া যাবে বলে এই সীধান্ত ।এমনকি মাঝ রাস্তায় গাড়ির তেল শেষ হয়ে গেলেও আশেপাশের পেট্রল পাম্প না থাকায় বিপদে পরতে হবে না সাধারণ মানুষকে । মাস খানেক আগে ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন এই ধরনের অভিনব উদ্যোগ নিয়েছে বলে জানা যায় ।মানুষের অসুবিধাকে সুবিধায় পরিণত করতে সারা ভারতে ঘরে ঘরে তেল সরাবরাহের সীধান্ত নেয় এই সংস্থা ।যার নাম দেওয়া হয় Doorstep delivery of fuel .সংস্থার দাবী ২০০ লিটার থেকে ২৫০০ লিটার অবধি তেল পাওয়া যাবে এই সুবিধার মাধ্যমে ।যদিও পুণে ও মহারাষ্ট্রতে প্রাথমিক ভাবে শুরু হয়েছে এই পরিষেবা ,ধীরে ধীরে দেশের সর্বত্র রাজ্যে চালু হবে doorstep পরিষেবা ।
(তথ্য অনলাইন ডেস্ক )
No comments