শিশু উৎসব খড়দাতে
গৌরব সাহা:খড়দহের অভেদানন্দ চ্যারিটেবল ইউনিটের উদ্যোগে আয়োজিত হল ৫১তম বার্ষিক শিশু উৎসব।খড়দহের গভঃ কলোনীর মাঠে ২৫শে জানুয়ারী থেকে শুরু হওয়া এই উৎসব চলবে ২৭ পর্যন্ত l শিশুদের নানাধরণের প্রতিযোগিতা যেমন খুশি সাজো, বসে আঁকো এবং বিভিন্ন বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে রঙীন হয়ে উঠেছিল ক্রীড়া প্রাঙ্গন। জানা গেছে, বিগত কয়েক বছর ধরে শিশুদের সামাজিক উন্নয়ন ও শিশুদের স্বাস্থ্যের কথা চিন্তা করে নানাপ্রকার কাজ চালিয়ে যাচ্ছেন সংস্থার সদস্য-সদস্যারা। ভার্চুয়াল ওয়ার্ল্ড ও এনড্রয়েডের দুনিয়া থেকে বেরিয়ে এসে আজ শিশুদের নিয়ে এই ধরনের উদ্যোগকে প্রশংসা জানিয়েছেন স্থানীয় মানুষজন ।
No comments