গণবিবাহ গারুলিয়াতে
দেবপ্রিয় সরকার: লেলিননগর খেলার মাঠে এক গণবিবাহের আয়োজন করা হল গারুলিয়া নোয়াপাড়া বিধানসভার বিধায়ক এবং পুরপ্রধান সুনীল সিং এর উদ্যোগে। রীতি অনুযায়ী বিবাহ পর্ব শেষ হয় ১৫ জোড়া বর কনের দুহাত এক করে দিয়ে । গণবিবাহ হলেও কোনো কিছুতেই খামতি ছিল না l উপস্থিত ছিলেন সাংসদ দীনেশ ত্রিবেদি, মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, ভাটপাড়ার বিধায়ক ও পুরপ্রধান অর্জুন সিং প্রমুখ ব্যাক্তিবর্গ l পরিবারের লোকেদের জন্য ছিল এলাহী ভুরিভোজের ব্যবস্থা । এছাড়াও যৌতুক হিসেবে খাট বিছানা, আলমারি,সাইকেল প্রভৃতি তুলে দেয়া হয় বরপক্ষের হাতে l
No comments