নিন্দুকদের মুখে ছাই ! বহিরাগতর উপরেই নির্ভর করছে বীজপুরের ভূত ভবিষ্যৎ
সোনালি ব্যানার্জি : লোকসভা ভোটকে সামনে রেখে জেলা নেতৃত্ব এই মুহূর্তে দলীয় কোন্দলকে দূরে সরিয়ে যতই একসাথে চলবার নির্দেশ দিক না কেন, বীজপুর আছে সেই বীজপুরেই ! চেষ্টা যতই করুন না কেন কাঁচারাপাড়া শহর তৃণমূল সভাপতি সুদামা রায় যেমন অন্তর্দ্বন্দ্বে লাগাম দিতে পারেন নি, তেমনি বিধায়ক শুভ্রাংশু রায়ও চেষ্টা সত্বেও কোনোভাবেই নিজের চেনা ছন্দে ফিরতে পারছেন না l অথচ দলীয় মিটিং মিছিলে তার সক্রিয় ভূমিকা কিন্তু প্রশ্নাতীত l একই পরিস্থিতি হালিশহরেও l শহর তৃণমূল সভাপতি তথা পুরপ্রধান অংশুমান রায়ও সামগ্রিক ভাবে ব্যর্থ l উপরতলার ধমক খেয়েও সবাইকে সাথে নিয়ে চলতে পারছেন না l বিশ্বস্ত সূত্রে খবর, উপায়ন্তর না দেখে তিনি শেষমেশ তার বিরোধী গোষ্ঠীর প্রধান ভাটপাড়ার দক্ষ বিধায়ক অর্জুন সিং এর কাছে দৌড়াচ্ছেন কিনা পরামর্শ নিতে ! আসলে যা দেখা যাচ্ছে পেটোয়া লোকেরা যতই অর্জুনবাবুকে বহিরাগত আখ্যা দিক না কেন, বীজপুরের হাল ধরতে উপরতলার বড় ভরসা এখন অর্জুন'ই l কেননা বীজপুরের যে কোনো সমস্যা মেটাতে শুভ্রাংশু বা পার্থ নয়, দায় বর্তাচ্ছে অর্জুনবাবুর উপরেই, তাই বলা যেতেই পারে বকলমে বীজপুরের দায়িত্ব পুরোটাই যাচ্ছে অর্জুন সিং এর উপর l জেলা নেতৃত্বের চাপে পড়ে আজও বীজপুরের নেতারা ভাটপাড়া দৌড়েছেন অর্জুনবাবুর সঙ্গে বৈঠক করতে l যদিও ঠিক কী বিষয়ে আলোচনা হয়েছে তা জানা যায়নি, তবে এ টুকু জানা যাচ্ছে ভোটের মুখে দলের সম্মান বজায় রাখতে ঘুরেফিরে সেই বহিরাগতর উপরেই বীজপুরের দায়িত্ব পড়ছে, আর সেই সঙ্গে মুখ পুড়ছে তাবড় তাবড় নিন্দুকদের l
No comments