দুঃস্থ কৃতী ছাত্রীর পাশে দাড়াঁলেন অভিষেক
সাতদিনের সমাচার : মমতা বন্দ্যোপাধ্যায়ের পথ অনুসরণ করে নোয়াপাড়া বিধানসভার অন্তর্গত এক দুঃস্থ মেধাবী ছাত্রীর প্রতি সাহায্যের হাত বাড়িয়ে তার শিক্ষাজীবনের পথ প্রশস্ত করলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁরই নির্দেশে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃনাঙ্কুর ভট্টাচার্য সেই ছাত্রীর বাড়ি গিয়ে তার হাতে শিক্ষাসমগ্রী তুলে দিয়ে ভবিষ্যতে সমস্তরকম সাহায্যের জন্য তৃণমূল ছাত্র পরিষদ তথা সমগ্র তৃণমূল কংগ্রেস দল থাকবে সে বিষয়ে আশ্বস্ত করে আসেন।
জানা গেছে, এবছর ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজে ভূগোল বিভাগে দ্বিতীয়বর্ষে পাঠরত অবস্থায় পিতৃহারা হয় উচ্চমাধ্যমিকে ৯১% নম্বর পাওয়া কৃতী ছাত্রী নিতু। শিক্ষাসমগ্রী পেয়ে ভবিষ্যতে নিজের শিক্ষা বিনা বাধায় চালিয়ে যেতে পারবে জেনে আশ্বস্ত হতে পেরে সে ও তার অসহায় পরিবার সাংসদ অভিষেক বন্দোপাধ্যের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন l
No comments