ব্রেকিং নিউজ

পুলিশের জালে মাদক মাফিয়া 'দাদ্দা রাজু'

গৌরব সাহা: অবশেষে গ্রেফতার হল পূর্বভারতের কুখ্যাত মাদক মাফিয়া  মহম্মদ রাজু ওরফে 'দাদ্দা রাজু'। গোপনসূত্রে খবর পেয়ে টিটাগড় থানার পুলিশ গ্রেপ্তার করে দীর্ঘদিন ধরে গা ঢাকা দিয়ে থাকা এই অপরাধীকে।পুলিশসূত্রে খবর, কুখ্যাত ওই অপরাধীর কাছ থেকে লক্ষাধিক টাকা মূল্যের মাদক উদ্ধার হয়েছে। মাদক পাচারকারীর বিরুদ্ধে মাদক পাচার করা ছাড়াও  তোলাবাজি, ডাকাতি সহ খুনের মতো একাধিক গুরুতর অভিযোগ রয়েছে ।ধৃত ব্যক্তিকে জেরার জন্য পুলিসি হেফাজতে নেওয়া হয়েছে।

No comments