ব্রেকিং নিউজ

জাতির জনকের তিরোধান দিবস : গান্ধী ঘাটে রাজ্যপাল

রুপা ঘোষ  : মহাত্মা গান্ধীর তিরোধান দিবস উপলক্ষে ব্যারাকপুর গান্ধী ঘাটে গান্ধী স্মৃতিস্তম্ভে আজ সকালে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। এই উপলক্ষে দেশাত্মবোধক সংগীত, বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে পাঠ এবং রামধূন পরিবেশিত হয়। রাজ্যপাল সূত্র যজ্ঞে  অংশ না নিলেও তা পরিদর্শন করেন। এদিনের অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী শোভন চট্টোপাধ্যায়, রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ, রাজ্যের মুখ্য সচিব মলয় কুমার দে, জেলাশাসক অন্তরা আচার্য প্রমুখ।

No comments