বধূ নির্যাতনে আত্মহত্যা নাকি হত্যা তদন্তে খড়দহ থানার পুলিশ
গৌরব সাহা: সমাজ যত শিক্ষিত হচ্ছে, মনুষ্যত্ব ততই খুঁজে বেড়াতে হচ্ছে দূরবীন দিয়ে l নারী নির্যাতন কিংবা বধূহত্যা যদিও আজ সওয়া হয়ে গেছে, দৈনিক খবরের কাগজগুলিতেও জেলার পাতায় এককলমে চোখে পড়ে বধূহত্যার ছোট খবর l যেমন খড়দহের বধূহত্যার ঘটনাই দেখা যাক । মূল অভিযুক্ত স্বামী পেশায় কিনা সেনা জওয়ান ! যে দেশরক্ষায় নিবেদিত প্রাণ l অথচ সেই সায়ন দাস সরাসরি নিজের বিবাহিত স্ত্রী'কে খুন করে ঝুলিয়ে দিয়েছে ! কর্মক্ষেত্র কাশ্মীর থেকে কয়েকদিন আগেই নিজের বাড়ী খড়দহ দক্ষিণপল্লীতে এসেছিল সায়ন l তারপরই এই নির্মম ঘটনা। বছর খানেক আগেই ভালোবেসে বিয়ে করেছিল সায়ন ও শ্বেতা । বিয়ের পর থেকে সম্পর্ক কিছুটা ভালো থাকলেও তারপরই শুরু হয় তিক্ততা। তার জেরেই প্রথম বিবাহ বার্ষিকীর আগেই করুণ পরিণতিতে ঘটে এই বধূ হত্যার মতো ঘটনা বলে মৃতার পরিবারের অভিযোগ l তাদের বক্তব্য, প্রথমে মারধর তারপর শ্বাসরোধ করে হত্যা করে, গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে শ্বেতাকে। অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তের মা,বাবা ও দিদি-কে কিন্তু সেনা জওয়ান হওয়ার কারণে সায়ন দাস বারাকপুর সেনা হাসপাতালে ভর্তি থাকায় তাকে এখনও নিজেদের হেপাজতে নিতে পারে নি পুলিশ । শ্বেতার এই হত্যাকান্ড নিয়ে প্রতিবাদের ঝড় উঠেছে সোস্যাল মিডিয়ায়।দোষীদের উপযুক্ত শাস্তির দাবি করছে সাধারণ মানুষ।এলাকার সকলের পরিচিত নববধূর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে।
উল্লেখযোগ্য খবর....। সাহসী পদক্ষেপ ॥
ReplyDelete