ব্রেকিং নিউজ

দূষণমুক্ত পুরএলাকা ও প্লাস্টিক মুক্ত সমাজ গড়ার আহ্বান ভাটপাড়ায়

দেবপ্রিয় সরকার  : দূষণমুক্ত পুরএলাকা  ও প্লাস্টিক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে ভাটপাড়া পুরসভার 25 নম্বর ওয়ার্ড এর জঞ্জাল বিভাগের  উদ্যোগে ''মিশন নির্মল বাংলা''র বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে আয়োজিত হল এক  জনসচেতনতা মূলক অনুষ্ঠান। আজ সকালে এক বর্ণাঢ্য প্রভাতফেরীর মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।  সুজজ্জিত প্ল্যাকার্ড সহযোগে শ্যামনগর মূলাজোড় সীতানাথ পাঠশালা, শ্যামনগর বালিকা বিদ্যালয় এর স্কুলের ছাত্রীরা ছাড়াও শ্যামনগর ব্যায়াম সমিতির সদস্য সহ ভাটপাড়া পুরসভার  বিভিন্ন কাউন্সিলররা এই প্রভাতফেরী নিয়ে 25 নম্বর ওয়ার্ডের বিভিন্ন অংশ  প্রদক্ষিণ করে।পরিশেষে নির্মল মিশন বাংলা সংক্রান্ত এক আলোচনা সভা সহ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় । মূলতঃ এই 25 নম্বর ওয়ার্ডের জঞ্জাল বিভাগের সহযোগিতায় ওয়ার্ড সদস্য ও সমাজসেবী ঝুমা কুন্ডু ও দীপক ঘোষের নেতৃত্বে অনুষ্ঠিত হয় গোটা অনুষ্ঠানটি। যার মূল উদ্দেশ্যই  ছিল প্লাস্টিক মুক্ত সমাজ ও এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য মানুষকে সচেতন করা।

No comments