ব্রেকিং নিউজ

যুব দিবসে শুরু হলো কল্যাণী ওরিয়েন্টাল পাবলিক স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

মহুয়া বিশ্বাস, কল্যাণী :  কল্যাণী ওরিয়েন্টাল পাবলিক স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হলো আজ  সকালে  জাতীয় যুব দিবসের পুণ্য লগ্নে l বর্ণাঢ্য কুচকাওয়াজের মধ্যে দিয়ে  দু'দিন ব্যাপী এই প্রতিযোগিতার সূচনা হয় l পতাকা উত্তোলনের পর  স্বামীজীর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর 'প্রতিজ্ঞা পালন' গোটা পরিবেশে আলাদা মাত্রা যোগ করে l এরপর কচিকাঁচাদের নিয়ে  ড্রিল, দেশাত্মবোধক নৃত্য সহ বিভিন্ন অনুষ্ঠান পরিবেশিত হয় একে একে l প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থাকছেন রাজ্যের কারিগরি শিক্ষামন্ত্রী পূর্ণেন্দু বসু l এছাড়াও থাকছেন ড. রামপ্রসাদ রায়, অধ্যাপক এ . জামান, অধ্যাপক অরবিন্দনারায়ণ চৌধুরী, স্কুলের প্রিন্সিপাল হরদীপ কৌর  প্রমুখ l ছাত্র-ছাত্রীদের মানসিক এবং শারীরিক বিকাশের লক্ষ্যে পড়াশুনার  পাশাপাশি খেলাধুলাকে সমান গুরুত্ব দিয়ে থাকি আমরা জানালেন স্কুলের চেয়ারম্যান সুকুমার কর l ক্রীড়া উৎসবকে ঘিরে ছাত্র-ছাত্রীদের পাশাপাশি অভিভাবকদের উপস্থিতিও  ছিল চোখে পড়ার মতো l

No comments