ব্রেকিং নিউজ

ধর্মঘটের ২য় দিনও কার্যত প্রভাবহীন : শ্রমিকদের বিভ্রান্ত করছে বামেরা

সাতদিনের সমাচার :কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশন গুলির 12 দফা দাবির পাশাপাশি রাজ্যের দু'দফা দাবি এবং চট শিল্পের শ্রমিকদের নিজস্ব দাবিগুলির সমর্থনে দুদিনের সারা ভারত সাধারণ ধর্মঘটের আজ দ্বিতীয় দিনে ব্যারাকপুর শিল্পাঞ্চলের জুটমিলে পর্যাপ্ত শ্রমিক হাজিরা না থাকায় অধিকাংশ জুটমিলের উৎপাদন সম্পূর্ণ বন্ধ, মিলের গেটে এই নিয়ে নোটিশ লাগায় কতৃপক্ষ। সকালের দিকে রাস্তায় যানবাহন চলাচল ছিল কম, মানুষজন তেমন নেই।দোকানপাট বন্ধ।কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতির পরিবর্তন হয়।কয়েকটি জুটমিলের কাজ শুরু হলেও অধিকাংশ জুটমিল ছিল বন্ধ।সাধারন মানুষ রাস্তায় নেমে নিজের কাজে রওনা দেন। যানবাহন চলাচল স্বাভাবিক হয়।ভাটপাড়া বিধায়ক তথা ভাটপাড়া পৌরসভার পৌরপ্রধান মাননীয় অর্জুন সিং জানান বাম শ্রমিক সংগঠন শ্রমিকদের ভুল  বুঝিয়ে বিভ্রান্ত করেছে।

No comments