ব্রেকিং নিউজ

ব্যারাকপুরে বিনাব্যয়ে চক্ষু ও রক্ত পরীক্ষা শিবির

সাতদিনের সমাচার: প্রতি বছরের মতো এ বছরও বিশ্ব যুব দিবস উপলক্ষে  "বেঙ্গল  স্বামী   বিবেকানন্দ  এন্ড রাজীব ইয়ুথ সেন্টার "  পরিচালনায়  স্বামী বিবেকানন্দের ১৫৬তম জন্মদিবসে  আজ সকালে  বারাকপুর নাপিতপাড়াতে বিনাব্যয়ে চক্ষুপরীক্ষা ও রক্তপরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়, যেখানে ৩৫০জন মানুষ তাদের চোখ  ও ১৬০ তাদের রক্তপরীক্ষা (LFT, Fasting Sugar, Lipid profile) পরীক্ষা করিয়েছেন l পাশাপাশি সন্ধ্যায় ৬০০ জন দুঃস্থ মানুষদের হাতে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হবে বলে জানা গেছে l হাজির  ছিলেন বিধায়ক শীলভদ্র দত্ত , বিধায়ক অর্জুন সিং, সুনীল সিং ছাড়াও পুরসদস্যা সুধা ঘোষ, তৃণমূল নেতা অরুন ঘোষ, নির্মল কর এবং অনুষ্ঠানের  মুখ্য আয়োজক বেঙ্গল স্বামী বিবেকানন্দ এন্ড রাজীব  ইয়ুথ সেন্টার'- এর কর্ণধার তথা রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক  সম্রাট তপাদার l

No comments