নান্না কালীমন্দির প্রাঙ্গনে স্বামীজী স্মরণে রক্তদান ও স্বাস্থ্য শিবির
সাতদিনের সমাচার : নান্না বিবেকানন্দ স্মৃতি রক্ষা কমিটির পরিচালনায় এবং জেটিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেস -এর উদ্যোগে স্বামীজীর জন্মদিবস উপলক্ষে ১২ জানুয়ারী শনিবার সকাল থেকে নান্না করুনাময়ী কালীমন্দির প্রাঙ্গনে আয়োজিত হচ্ছে ষষ্ঠ বর্ষ রক্তদান শিবির, স্বাস্থ্য শিবির এবং ছোটদের জন্য অঙ্কন প্রতিযোগিতা l বিগত বছরগুলির মতোই অনুষ্ঠান সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করতে মরিয়া পরিচালন কমিটির সদস্যরা, তাদের উৎসাহিত করতে অনুষ্ঠান মঞ্চে উপস্থিত থাকছেন ঋষি বঙ্কিম ব্লক তৃণমূল সভাপতি রবীন্দ্রনাথ নিয়োগী, জেলা পরিষদ সদস্যা তৃপ্তি ঘোষ মণ্ডল, জেটিয়া গ্রাম পঞ্চায়েত প্রধান শিয়াঙ্কা ঘোষ, উপপ্রধান অশোক দাস, অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি ভোলা ঘোষ, জেটিয়া যুব তৃণমূল সভাপতি রানা দাসগুপ্ত, বারাকপুর ব্লক ১ কর্মাধক্ষ্য কানাই ভট্টাচার্য ও কানু সরকার, পঞ্চায়েত সদস্য তপন কর প্রমুখ l
No comments