বনভোজনের মাধ্যমে সামাজিক দায়বদ্ধতা : শিখলো খুদে পড়ুয়ারা
রাহুল রায়, পূর্ব বর্ধমান: সামাজিক দায়বদ্ধতার পাঠ দিতে খুদে পড়ুয়াদের নিয়ে অনাথ আশ্রমে বনভোজনের আয়োজন করলেন কালনার নাদনঘাট জাহান্নাগড় জিএস এফপি স্কুলের শিক্ষকরা। সব রকমের সাহায্যে এগিয়ে এলেন এলাকাবাসী ও অভিভাবকেরা।
. প্রতিদিনের মতোই ছিল এদিনের সকাল l হঠাৎ ভাঙা রাস্তায় ধুলো উড়িয়ে কালনার নাদনঘাট দামোদরপাড়া সমাজকল্যাণ হোমের দিকে এগিয়ে আসছিল একটি গাড়ি। কোন আবাসিকের ভাগ্য খুললো তা নিয়ে আবাসিকদের মধ্যেই চলছিল জোর আলোচনা। অবশ্য ভুল ভাঙতে সময় খরচ হল না,তারা দেখলেন কালনার নাদনঘাটের জাহান্নগর প্রাথমিক বিদ্যালয়ের কচিকাঁচারা হাজির হয়েছে তাদের সাথে বনভোজনে । হুল্লোড় আনন্দের পাশাপাশি ছিল ছবি আঁকার প্রতীকী প্রতিযোগিতা। শিক্ষকদের কথায়, সামাজিক ও মানবিকতার পাঠ দিতেই স্কুলের কচিকাঁচাদের নিয়ে এই অনাথ ও বৃদ্ধাশ্রমের আবাসিকদের সাথে আনন্দটা ভাগ করে নিতে শেখানোর চেষ্টা করা হল।lll
No comments