বেপরোয়া অটোচালক মৃত দুই আরোহী
দেবপ্রিয় সরকার : তারকেশ্বর থেকে পুজো দিয়ে বারাকপুর থেকে সকল আত্মীয় মিলে অটো চেপে বাড়ি ফেরার পথে জগদ্দল পালঘাট এবং ঘোষপাড়া রোডের সংযোগস্থলে মোটরচালিত ভ্যানের সাথে ধাক্কা লেগে ছিটকে পড়েন দুই আরোহী। এদের নাম গোপাল হালদার (৪২), অপর জন পিংকি রায় (৩০), দুজন কে চিকিৎসার জন্য ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক এদের মৃত বলে ঘোষণা করেন। এদের পরিজনকে খবর দেওয়া হয়েছে, তবে বেপরোয়া অটো চালানোর এমন ঘটনার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন মহলে ক্ষোভ জমলেও প্রশাসন কিন্তু নির্বিকার l ঘটনার পর অটোচালককে খুঁজে পাওয়া যায়নি।
No comments