সম্বর্ধনা উৎসব ভাটপাড়ায়
দেবপ্রিয় সরকার : মাদরাল সমাজ কল্যান শিক্ষা উন্নয়ণ কমিটির ৪৩ তম বর্ষ উদযাপন উপলক্ষে আজ ভাটপাড়া পৌরসভার ৩৩ নম্বর ওয়ার্ডের নেতাজী যুবসংঘের সংলগ্ন গভঃ কলোনী ময়দানে আয়োজিত এক অনুষ্ঠানে গুণীজন, এলাকার বরিষ্ঠ নাগরিকদের সম্মান জানানো হল, একই মঞ্চে সম্বর্ধনা দেয়া হয় মাধ্যমিক,উচ্চমাধ্যমিক, স্নাতক স্তরের কৃতী ছাত্র-ছাত্রী ও বিশিষ্ট চিকিৎসকদের। অনুষ্ঠান মঞ্চে হাজির ছিলেন এলাকার বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক ও শিক্ষিকারা। সংস্থা সম্পাদক তথা ভাটপাড়া পৌরসভার প্রাক্তন কাউন্সিলর সুভাষ দত্ত জানান, 'দীর্ঘদিন রাজনীতি করেছি মানুষের পাশে দাঁড়িয়ে।এখনও নিজের সামর্থ অনুযায়ী মানুষকে সম্মান জানাবার চেষ্টা করি।অন্যদিকে সংস্থার মাধ্যমে সারা বছরই রক্ত, চক্ষু, স্বাস্থ্য, দেহদান শিবির, দুঃস্থদের জন্য শীত বস্ত্রদান, বাচ্চাদের জন্য অঙ্কন প্রতিযোগিতা প্রভৃতি অনুষ্ঠানের আয়োজন হয়ে থাকে।' প্রসঙ্গত, এবছর প্রায় ১০৮ জন কৃতী পড়ুয়াদের সম্মান জানানো হয়েছে এই অনুষ্ঠানের মাধ্যমে।
No comments