ব্রেকিং নিউজ

নিরাপদ নয় বৃদ্ধারাও : কালনা জুড়ে বাড়ছে দুষ্কৃতী হামলা

রাহুল রায়, পূর্ব বর্ধমান: বাড়িতে ঢুকে লুটপাট করে বৃদ্ধাকে শেকল দিয়ে গলা  পেঁচিয়ে খুনের চেষ্টায় প্রবল আতঙ্ক এলাকা জুড়ে, চাঞ্চল্যকর এই ঘটনার  ছয়'দিনের মাথায় ফের একই  কায়দায় হামলা আবারও l ফের বৃদ্ধাকে মারধর করে সোনার বলা ছিনতাই করে গলায় শেকল পেঁচিয়ে খুনের চেষ্টা কালনার উপলতি গ্রামে। আশংকাজনক অবস্থায় বৃদ্ধা লক্ষীবালা পাল'কে কালনা সুপার স্পেশালিটি হসপিটালে ভর্তি করা হয়। ঘটনার তদন্তে শুরু করেছে কালনা পুলিশ।
জানা গেছে, বাড়িতে একা থাকার সুযোগ নিয়ে ইলেক্ট্রিক মিটারের রিডিং দেখার নাম করে এক ব্যক্তি বাড়িতে ঢোকে l তারপর সুযোগ বুঝে লক্ষীবালাদেবী কে মারধর করে হাতের সোনার বলা ছিনিয়ে দেয় ও গলায় শেকল পেঁচিয়ে খুনের চেষ্টা করে,বরাত জোরে প্রাণে বেঁচে যায় আক্রান্ত বৃদ্ধা l ঘটনার সাথে সাথেই ছেলেবৌমা বাড়ি ফিরে আসায় ওই দুষ্কৃতী  পালতে সক্ষম হয় । 
   ওই ঘটনার সপ্তাহ ঘুরতে না ঘুরতে ঠিক একই কায়দায় কালনার আনুখালা গ্রামে খুন হয় এক বৃদ্ধা। আরও জানা গেছে গত কয়েক বছরে এমন কায়দায় লুটপাট ও খুন হয়েছে বেশ কয়েকটি, অথচ কে বা কারা এই ঘটনার নেপথ্যে তার হদিশ আজও দিতে পারছে না কালনা পুলিশ। স্থানীয় বাসিন্দারা আতঙ্কে l

No comments