রেল ওয়ার্কশপ পরিদৰ্শনে পূর্বরেলের জেনারেল ম্যানেজার
সৌভিক সরকার : একঝাঁক বিভাগীয় আধিকারিকদের সঙ্গে নিয়ে কাঁচরাপাড়ার রেলওয়ে ওয়ার্কশপ পরিদর্শনে এলেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার হরিন্দ্রা রাও, তাকে স্বাগত জানাতে হাজির ছিলেন কাঁচরাপাড়া ওয়ার্কশপের সিডাব্লুএম প্রমোদ গুপ্তা। ওয়ার্কশপের বিভিন্ন অংশের পাশাপাশি কাঁচরাপাড়ার রেলওয়ে হাসপাতাল ঘুরে দেখেন তিনি, প্রসঙ্গত, এদিন লোকোশপের একটি মিউজিয়ামও উদ্বোধন করেন শ্রীরাও। বিভিন্ন শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে উৎসাহী কর্মীরাদের তৎপরতা চোখে পড়েছে সমানতালে ।
No comments