ব্রেকিং নিউজ

মাঘী পূর্ণিমায় ত্রিধাম দর্শনে ভক্তদের ঢল

গৌরব সাহা ; মাঘী পূর্ণিমার পুণ্যলগ্নে সাড়ম্বরের সাথে পালিত হলো ত্রিধাম দর্শন।প্রাচীন সময় থেকে চলে আসা এই প্রথায় প্রথমে শ্রীরামপুরের রাধাবল্লভ মন্দির থেকে শ্রীকৃষ্ণ বিগ্রহের দর্শনের পর খড়দহের রাধেশ্যাম মন্দির ও তারপর নীলগঞ্জ সাইবনের নন্দদুলাল মন্দিরে বিগ্রহ দর্শন করেন অগণিত কৃষ্ণ ভক্ত।প্রতিটি মন্দির প্রাঙ্গণে অগণিত সাধারণ মানুষের ঢল  ছিল চোখে পড়ার মতো ।প্রতিটি মন্দির কর্তৃপক্ষের আয়োজনে ছিল নাম সংকীর্তন এবং তাকে ঘিরে মেলাউৎসব । ভক্তদের নিরাপত্তার স্বার্থে মন্দির চত্বরে   ছিল কড়া পুলিশী প্রহরা।সাধারণ মানুষের সুরক্ষার কথা মাথায় রেখে সমস্ত অনুষ্ঠান চালানো হচ্ছে বলে জানান তারা।রাজ্যের বিভিন্ন জেলা থেকে অগণিত ভক্ত এই উৎসবে যোগ দিতে আসেন।

No comments